ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার কার্যালয়ে মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারী ২৪ ইং) দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপক্ষে এসএসসি ১৭ ব্যচের মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় এসএসসি ১৭ ব্যাচের বন্ধুরা দৈনিক যুগান্তরের সাফল্য কামনা করেন। তারা বলেন আমরা দৈনিক যুগান্তর ছোট বেলা থেকেই পড়ি । যুগান্তর পত্রিকার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের সুখ, দুঃখ, হাসি, কান্না তুলে ধরা হয় । যুগান্তর বিভিন্ন সময় আমাদের পাশে দাড়িয়েছে। আমরা যুগান্তরের প্রতি কৃতজ্ঞ। যুগান্তর পত্রিকায় আমাদের বন্ধুদের সাফল্য তুলে ধরা হয় । যার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয় । যুগান্তর আমাদের একটি প্রিয় পত্রিকা বিভিন্ন সময় আমাদের পাশে দাড়িয়েছে । দৈনিক যুগান্তর মুক্তিযোদ্ধের স্বপক্ষে কথা বলে । অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলে। আমরা যুগান্তরের সাফল্য কামনা করি। অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের সপ্ন দ্রষ্টা যুগান্তরের প্রতিষ্টাতা নূরুল ইসলাম স্বরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান রাকিব, রাকিবুল হাসান, শাহ আলম, শাহিন মিয়া, নাজমুল হাসান , মাসুম বিল্লাহ, আবু বকর সিদ্দিক, শামীম আল হোসাইন, মেহেদি হাসান, শুভ, জাকির হোসেন প্রমুখ