নীরব রাতের চাঁদ।
নারিকেল গাছের ফাঁকে।
বাঁকা চাঁদ আমায় দেখে হাসে।
আমার ক্লান্ত চোখ দু’টো।
সারা রাত শুধু তাকেই খুঁজে।
বিরহে সহিতে যে, আর পারি না
বিরহ, বেদনা, বিষন্ন মন নিয়ে ও
আলিঙ্গনে আপ্লুত হতে মোর মন চায়।
আমার ক্লান্ত চোখ দু’টো।
শুধু তাকেই খুঁজে বেড়ায়।
আমার ভালো লাগা গুলো অতি ক্ষুদ্র।
পাওয়াতে তবে কেন সংকীর্ণ?