পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে মঙ্গলবার (১০, অক্টোবর) এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অজ্ঞাতনামা অটোরিকশা চুরি মামলা ডিটেকশন, জড়িত চোর চক্রের সদস্যদের (১১ জন) গ্রেফতার ও চুরি যাওয়া অটো উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার মো. সোহেল মিয়া। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হওয়ার স্বীকৃতিস্বরুপ সম্মাননা পুরস্কার প্রদান করেন।
সভায় পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলার বিভিন্ন সেরেস্তায় কর্মরত পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এ সময় টাঙ্গাইলসহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।