টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অভিনব কায়দায় নিয়মিত মামলার পলাতক আসামী গ্রেফতারে আবারও শ্রেষ্ঠ উপ-পরিদর্শক গৌরীপুরের মো. সোহেল মিয়া৷ মো. সোহেল মিয়া ময়মনসিংহ গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের মৃত ইউসুফ আলী ও সখিনা খাতুন দম্পতির পুত্র৷
টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে বৃহস্পতিবার (৭, সেপ্টেম্বর) এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অভিনব কায়দায় নিয়মিত মামলার পলাতক আসামী গ্রেফতারে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার মো. সোহেল মিয়া। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হওয়ার স্বীকৃতিস্বরুপ সম্মাননা পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য উপ-পরিদর্শক মো. সোহেল মিয়ার নেতৃত্বে গত ২৭ আগস্ট টাংগাইলের মির্জাপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় ৩ জন পলাতক আসামি গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে এই পুরস্কারে মনোনীত হন।
সভায় পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলার বিভিন্ন সেরেস্তায় কর্মরত পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এ সময় টাঙ্গাইলসহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।