ময়মনসিংহের তারাকান্দায় ভ্রাম্যমান আদালত এক ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জানা গেছে, আজ মঙ্গলবার তারাকান্দা উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার তিয়ারকান্দাগ্রামে একটি ইটভাটা অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও আইনে ইটভাটা মালিক মোঃ ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন, তারাকান্দা থানার এ,এস,আই মাহমুদ হাসান ও সঙ্গীয় ফোর্স।