মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিহত স্কুলছাত্রী তিথি পালের মৃত্যুর প্রতিবাদ সুনামগঞ্জে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৭, ২০২০, ৬:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :

সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রী তিথি পালের মৃত্যুর প্রতিবাদ, ঘাতক ট্রাকচালককে দ্রুত গ্রেপ্তার এবং নিরাপদ সড়কের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে।

রবিবার সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে দুপুরে সুনামগঞ্জবাসী ও জেলা ছাত্রলীগের ব্যানারে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী তিথি পাল গত ১৩ জানুয়ারি সকালে কোচিংয়ে যাওয়ার পথে ময়মনসিংহের গৌরিপুর শহরে ট্রাকচাপায় মারা যায়। সে গৌরিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। তিথি পালের নানার বাড়ি সুনামগঞ্জে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, ‘নিরাপদ সড়ক চাই’ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ তালুকদার, তিথি পালের মামা টিটু পাল, ছাত্রলীগের নেতা ফয়সল আহমদ, জয়দ্বীপ পাল, তানজিল রহমান, সজল তালুকদার, চমক, আপন, অমিও, সুমিত, সুবল প্রমুখ।

বক্তারা বলেন, সড়কে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছে। সড়কে মৃত্যুর মিছিল থামাতে হবে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হচ্ছে। নানা উদ্যোগ নেওয়ার পরও সড়কে প্রাণহানি থামছে না। আমরা নিরাপদ সড়ক চাই। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। এটি সরকারকে নিশ্চিত করতে হবে।