আজ বুধবার ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৯, ২০২২, ১১:৫৬ অপরাহ্ণ
সংগৃহিত ফাইল ছবি




১৯বছর পর ১৪ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন!

ঊনিশ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো ১৪ সেপ্টেম্বর। ১৯আগস্ট রাত ১০টা ২১মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য যে, ২০০৩সনের ২৮ সেপ্টেম্বর সর্বশেষ এ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
এরপরে সম্মেলনকে ঘিরে একাধিকবার সরগরম হয়ে উঠে ময়মনসিংহের গৌরীপুর। সড়ক, মহাসড়ক-হাটবাজারে রঙিন তোরণ, ফেনা-ফেস্টুন আর ব্যানারে প্রার্থীরাও ছিলেন সরব। সামাজিক যোগাযোগ মাধ্যমও বাদ যায়নি, প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ব্যানারে সেখানেও চলে প্রচারণা। ২০১৯সালের নভেম্বরের মধ্যে মেয়াদ উর্ত্তীণ সকল কমিটির কাউন্সিল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন নির্দেশ বাস্তবায়নে শুরু হয় তোড়জোড়। শেষ পর্যন্ত হতাশ হন দলীয় নেতৃবৃন্দ।
প্যাকেট কমিটি হয়ে যেতে পারে এমন আশংকায় সম্মেলন চেয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। ২০১৯সনের ১৮অক্টোবর গৌরীপুর প্রেসক্লাবে ‘আহ্বায়ক কমিটি নয়, সম্মেলন চাই’ দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব। সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন ডৌহাখলার সভাপতি মোঃ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল হক সরকার, মাওহার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, রামগোপালপুরের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাস্টার, সহনাটীর সভাপতি রুহিদাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার, বোকাইনগরের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, অচিন্তপুরের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর (বর্তমানে চিরনিদ্রায় শায়িত) প্রমুখ।
এ দিকে ওই বছরেই বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীপুর উপজেলা শাখার সম্মেলন করার লক্ষে কেন্দ্রীয় সিদ্ধান্তানুযায়ী ৯নভেম্বর উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদকে আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য এ.কে.এম আবদুর রফিককে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি ঘোষণা করেন। এ ঘোষণার পরপরেই উজ্জীবিত হয়ে উঠেন দলীয় নেতাকর্মী ও সমর্থক। সেই কমিটিও আলোর মুখ দেখেনি।
তারপরেও রাস্তাগুলো হয়ে উঠে রঙিন, প্রার্থীর ফেনা-ফেস্টুন আর তোরণে সুসজ্জিত হয় সড়ক-মহাসড়ক। চায়ের স্টলে, রাজনীতির মাঠে শুরু হয় প্রধান আলোচ্য বিষয়; কে হচ্ছেন সভাপতি ও সম্পাদক? প্রার্থীরাও ছুটে চলেন কেন্দ্রীয়, জেলা-উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীদের নিকট। গৌরীপুরের হাতেম আলী সড়কস্থ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফের অফিস ঘরটি নেতাকর্মীদের পদচারণামুখর হয়ে উঠে। এমপি’র অস্থায়ী কার্যালয় ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও নেতাকর্মীদের আনাগোনা দিনদিন বাড়তে থাকে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন বাবুল ২০১৯সনের ২৮নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনানুযায়ী সম্মেলন স্থগিত ঘোষণা করেন। নূতন নেতৃত্ব ও দীর্ঘদিন পরে দলের সম্মেলনকে ঘিরে উজ্জীবিত হওয়া নেতাকর্মী-সমর্থকরা এ ঘোষণা যেন দুমড়ে-মুচড়ে যান।
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরীপুর উপজেলা শাখার সম্মেলন হয় ২০০৩সালের ২৮ সেপ্টেম্বর। সম্মেলনে গঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ৪জন সহসভাপতি, ১জন সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলীর সদস্য ৩জনসহ ইতোমধ্যে ২১জন মারা গেছেন। শারীরিকভাবেও অসচ্ছল অনেকেই। সাংগঠনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
দলীয় সূত্র জানায় ২০০৩সনের ২৮সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক কাউন্সিল। গঠিত কমিটিতে ছিলেন ৬৭জন। তাদের মধ্যে মারা গেছেন সংগঠনের সভাপতি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, ৪জন সহসভাপতি মুক্তিযোদ্ধা কমাণ্ডার রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল গনি, একেএম আজিজুল হক বাবু চেয়ারম্যান, অধ্যাপক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, অর্থ সম্পাদক শংকর হোম রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস ছালাম, কার্যকারী কমিটির সদস্য গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল আলী, তরুণ শিল্পপতি এম.এ হান্নান, আব্দুল মজিদ, আবুল কালাম, আহাম্মদ আলী, সাহাব উদ্দিন, নজরুল ইসলাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল কদ্দুছ।
বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করেছেন সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০