শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

হোক মৃত্যু খালেদা জিয়ার, তবু প্যারোল নয়: মেজর আখতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৬, ২০২০, ১২:৩৫ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে দেয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, দেশমাতা খালেদা জিয়া জনগণের। জনগণ ভাববে দেশমাতাকে নিয়ে। খালেদা জিয়া মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। খালেদা জিয়া মানে গণতন্ত্র, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন।

‘খালেদা জিয়া স্বৈরশাসকদের ত্রাস। তিনি কারাগারে আটক আছেন, বন্দি নয়। খালেদা জিয়ার মৃত্যু আছে, ধ্বংস নেই। তিনি অবিনশ্বর, অমর।’

মেজর আখতার আরও বলেন, খালেদা জিয়ার অপর নাম মাথা তুলে বাঁচা। খালেদা জিয়ার নাম আপসহীন, অন্যায়ের প্রতিবাদ।

‘মৃত্যু হবে জালিমের কারাগারে তবু মাথা নোয়াবে না কোনো স্বৈরাচারী একনায়কের কাছে। প্যারোলে মুক্তির চেয়ে জালিমের কারাগারে মৃত্যু অনেক বেশি মহৎ ও গর্বের এবং সেই মৃত্যুকে তিনি হাসিমুখে বরণ করে নেবেন।

বিএনপির এ নেতা বলেন, আমাদের দুর্বল চিত্তের আপনজন হলে হবে না। আমাদের কঠিন ইস্পাত শপথ নিয়ে মাথা তুলে দাঁড়াতে হবে দেশমাতার মুক্তি সংগ্রামে। তা হলে ইতিহাসে প্রমাণিত হবে দেশমাতার আপন ছিলাম আমরা।

টি.কে ওয়েভ-ইন