শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

স্বাধীনতা দিবসে গৌরীপুরের সাংবাদিক মো. রইছ উদ্দিন ও সাত সাংবাদিকসহ ১৫০জনকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ মার্চ, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২২, ৮:১৪ অপরাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক যুৃগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিনসহ ৮জন সাংবাদিককে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই মঞ্চে একাধারে চারবার নির্বাচিত নির্বাচিত হওয়ায় সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন ও ১০টি ইউনিয়ন এবং পৌরসভার নির্বাচিত ১৪২জন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধিত করা হয়।

এ অনুষ্ঠানের আয়োজন করে ত্বহা তাসিন অটোমোবাইলস্ বাংলাদেশ। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য এবং মুখুরিয়া সিদ্দিকিয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা গোলাম সামদানী খান সুমন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া সিদ্দিকিয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি সংবর্ধিত সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে, ৭১’র রণাঙ্গণের দিনলিপি তুলে ধরেন।
সংবর্ধিত সাংবাদিকরা হলেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু (ইত্তেফাক), মশিউর রহমান কাউসার (আমাদের সময়), রাকিবুল ইসলাম রাকিব (প্রতিদিনের সংবাদ), আরিফ আহমেদ (আজকের পত্রিকা), ফারুক আহাম্মদ (জি নিউজ), শাহজাহান (ভোরেরপাতা), ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন)। এছাড়াও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, মো. হযরত আলী, মো. জায়েদুর রহমান, আল ফারুক, মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, মুক্তাদির শাহীন, আব্দুল্লাহ আল আমিন জনি, মো. কাইয়ুম, মো. নেজামুল হক সরকার ও মো. জয়নাল আবেদিন।

শুক্রবার (২৫মার্চ/২০২২) রাতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়দুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্চাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য তানজীর আহমেদ রাজিব, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. সাদেকুর রহমান সাদেক, নুরুল ইসলাম, আব্দুল রউফ মোস্তাকীম, দেলোয়ার হোসেন বাচ্চু, ইমরান মুনশী, জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, অচিন্তপুর ইউনিয়নের ইউপি মেম্বার আবুল হাসিম, আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।