শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সোমবার থেকে রুয়েট লকডাউন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২২, ২০২০, ৩:৩৫ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রোববার রুয়েটের ৮৭ তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ সভাপতিত্ব করেন।

বিষয়টি নিশ্চিত করে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন সমকালকে বলেন, মঙ্গলবার থেকে আগামী ৩১মার্চ পর্যন্ত রুয়েট লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। তবে সোমবার সরকারি ছুটি থাকায় এদিন থেকেই লকডাউনে থাকবে রুয়েট। এ সময় জরুরি বিভাগ বিদ্যুৎ, পানি, মেডিকেল, অ্যাম্বুলেন্স, প্রহরা চালু থাকবে। ক্যাম্পাসে চলাচলের ওপর থাকবে নিষেধাজ্ঞা।

তবে করোনা পরিস্থিতি খারাপ হলে আরো দীর্ঘ সময় লকডাউন করা হতে পারে বলেও জানান তিনি।

টি.কে ওয়েভ-ইন