বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সিলেটে করোনায় দেশের প্রথম কারাবন্দির মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২০, ১১:২২ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। রোববার করোনার উপসর্গ নিয়ে এক হত্যা মামলার আসামি মৃত্যু হয়।

ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি কানাইঘাট থানার একটি খুনের মামলায় গত দুই মাস ধরে কারাগারে ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। করোনার উপসর্গ থাকায় তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

পরে সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

জানা গেছে, কানাইঘাট উপজেলায় একটি খুনের মামলায় গত ৫ মার্চ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গত ৮ মে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান ওই বন্দি।

টি.কে ওয়েভ-ইন