বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিধলা ইউনিয়নের এক কেন্দ্রে সাত চেয়ারম্যান প্রার্থী পেলেন ‘জিরো’ ভোট!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে সোমবার (৭ ফেব্রুয়ারি/২০২২) স্থগিত দুই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন ৫৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. একদিন হোসেন তালুকদার পেয়েছেন ৩৮৯০ ভোট। নির্বাচনে ১১জন চেয়ারম্যান প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে সাতজন পেয়েছেন জিরো ভোট।
তারা হলেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ, ইসলামী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আতাউর রহমান, লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আব্দুস সালাম, ঢোল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার, অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম, সিংহ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান কবীর গোয়ালাকান্দা এবতেদায়ী মাদরাসা কেন্দ্রে কোনো ভোট পাননি গোয়ালাকান্দা কেন্দ্রের প্রিজাইটিং অফিসারের বড়ভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর খান ফলাফল তালিকায় ‘জিরো’ সংখ্যা প্রদর্শন করেন। এ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. একদিন হোসেন তালুকদার ৬৭ভোট, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শেখ শ্যামছ উদ্দিন ১৪ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদিন ১৯২০ ভোট, মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান পেয়েছেন ৯ ভোট। কেন্দ্রে ২০৯৮জন ভোটারের মধ্যে ২০১৬ ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত রয়েছেন ৮২জন।
অপরদিকে বলারকান্দা কেন্দ্রেও জিরো ভোট পান ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ। এছাড়াও মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান পান ৯ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আতাউর রহমান ১ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আব্দুস সালাম ১ ভোট, ঢোল প্রতীকের প্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার ১ ভোট, মো. নজরুল ইসলাম অটোরিক্সা প্রতীকে ১ ভোট, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম ১ ভোট, সিংহ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান কবীর ৫ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ২৮৬০জন। তাদের মধ্যে ২১৪৬জন ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত রয়েছেন ৭১৪জন। এ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. একদিন হোসেন তালুকদার ৯০১ভোট, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শেখ শ্যামছ উদ্দিন ৩১৯ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদিন ৮১৬ ভোট পান। ফলাফল প্রকাশ করেন বলারকান্দা কেন্দ্রে প্রিজাইটিং অফিসারের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল রায়।
৫ম ধাপে ২৬ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৭টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. একদিন হোসেন তালুকদার ২৯২২ ভোট, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শেখ শ্যামছ উদ্দিন ২৭২৩ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদিন ২৬১০ ভোট পান।