বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাংবাদিক গাফফার চৌধুরী স্মরণে গৌরীপুরে শোকর‌্যালি ও স্মরণসভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ মে, ২০২২
||
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২২, ৪:০৬ অপরাহ্ণ

বিশিষ্ট কলামিস্ট, গল্পকার, সাংবাদিক গাফফার চৌধুরী স্মরণে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গত শনিবার (২১ মে/২০২২) শোকর‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোকর‌্যালি শেষে যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তৃরা বলেন, আলতাফ মাহমুদের সুরে একুশের চেতনার সঙ্গে আজীবন বেঁচে থাকবেন গাফফার চৌধুরী। আর ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো-একুশে ফেব্রুয়ারি’ অমর সৃষ্টি।

অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসাস’র সভাপতি সাংবাদিক ম. নূরুল ইসলাম। তিনি বলেন, গাফফার চৌধুরীর বিদায় দেশবাসীকে শোকাহত করেছেন। দেশের জন্যে তিনি যুদ্ধ করেছেন। মানুষের জন্যে যুদ্ধ করে গেছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর গণপাঠাগারের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী সত্যেন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা স্কাউটস্রে সম্পাদক দেওয়ান কামরুজ্জামান কামাল, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক নিবাস চন্দ্র বর্মণ, ব্যবসায়ী আব্দুল জলিল, মো. হারুন মিয়া, স্বজন শামীম আনোয়ার, এহসানুল হক জারিফ প্রমুখ।