মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সমাজসেবায় গৌরীপুর ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ৫:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :
সমাজসেবা কার্যক্রমে বিভিন্ন অবদানের জন্য গৌরীপুর উপজেলা সমাজসেবা অফিস ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে। এছাড়া জেলার শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার নির্বাচিত হয়েছেন গৌরীপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. ইসতিয়াক আহাম্মেদ। জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী নির্বাচিত হয়েছেন গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের সমাজকর্মী মো. শফিকুল ইসলাম। গত ২জানুয়ারী সমাজসেবা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহের বৈশাখী মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক তাহমিনা বেগম। পরে প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান গৌরীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসতিয়াক আহাম্মেদের হাতে শ্রেষ্ঠ উপজেলা ও শ্রেষ্ঠ সমাজসেবা অফিসারের এবং মো. শফিকুল ইসলাম হাতে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মীর ক্রেষ্ট তোলে দেন।