শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্যামগঞ্জে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে জরুরী ঔষধ বিতরণ করলেন ডিসি মিজানুর রহমান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ২১, ২০২০, ৮:৪১ অপরাহ্ণ
গৌরীপুর প্রতিনিধি
গ্রিন শ্যামগঞ্জ-এর উদ্যোগে এবং অপসোনিন ফার্মার সহযোগিতায় করোনা মহামারী প্রতিরোধে বৃহস্পতিবার (২১ মে/ ২০২০) শ্যামগঞ্জে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে জরুরী ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান সুবিধাভোগীদের হাতে ঔষধ তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।
জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে এধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে শ্যামগঞ্জ বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান জীবাণুনাশক ছিটানো কার্যক্রমে লাল বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন। দুর্যোগপূর্ণ পরিবেশ উপেক্ষা করে এবং শত ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়দ্বয়কে শ্যামগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান গোবিন্দ বণিক।
এই উদ্যোগে সহযোগিতার জন্য অপসোনিন ফার্মা-র জিএম  আব্দুল মোমেন তালুকদারকে গ্রিন শ্যামগঞ্জের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।