শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

শিক্ষা জাতীয় করনের দাবীতে ময়মনসিংহ শিক্ষক সমিতির স্মারকলিপি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ

মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবীতে বেসরকারি শিক্ষক কমচারীদের ন্যায়সম্মত ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবরে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখা স্মারকলিপি প্রদান করেছে। ২৩ মার্চ দুপুরে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী। এর আগে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোহম্মদ আনোয়ার কবিরের সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব শামসুন নাহার বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর আহমদ চৌধুরী (সভাপতি, সদর উপজেলা শাখা), অভিনাস চন্দ্র দাম (সভাপতি, ত্রিশাল উপজেলা শাখা), মোঃ আজিজুল হক ( সাধারণ সম্পাদক, গৌরীপুর উপজেলা শাখা), হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জলিল, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শরাফ উদ্দিন, ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, জেলা কমিটির সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।