বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শাহজালালে ২১২২২ জনের স্বাস্থ্য পরীক্ষা, করোনাভাইরাস পাওয়া যায়নি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১০, ২০২০, ১:১৬ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এ পর্যন্ত ২১ হাজার ২২২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনাভাইরাসের আলামত মেলেনি। শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিদেশফেরত সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। ২১ জানুয়ারি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারির পর থেকে এ পরীক্ষা করা হচ্ছে।

৭ ফেব্রুয়ারি থেকে সব এয়ারলাইনসের যাত্রীদের ঢাকায় আসার পর বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হচ্ছে। তবে বিশেষ সতর্কতা জারির সময় শধু চীনফেরত যাত্রীদের এই পরীক্ষা করা হত।

পরীক্ষা করা রোগীদের মধ্যে ১৮ জনের জ্বর ছিল। একজনকে নিয়ে কিছুটা শঙ্কা থাকায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আর কোনো রোগীর মধ্যে আতঙ্কের মতো কিছু পাওয়া যায়নি। কারও মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি।

টি.কে ওয়েভ-ইন