বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শাহজালালে উড়ছে না বিমান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৪, ২০২০, ১১:৩১ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

ঘন কুয়াশায় কারণে আজও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ওঠানামা বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাত থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা খুবই কম থাকায় সকাল থেকে অভ্যন্তরীণ সব আকাশপথের ফ্লাইট আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে।

শাহজালাল বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওহিদুর রহমান সকাল ৯টা ২০ মিনিটে বলেন, গতকালের চেয়ে আজকের কুয়াশার তীব্রতা বেশি। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে। এই মুহূর্তে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে। ৬টা আন্তর্জাতিক ফ্লাইটের বিমান ঢাকায় অবতরণ না করে কলকাতা ও ব্যাংককের বিমানবন্দরে অবতরণ করেছে।

এদিকে, বিমান ওঠানামা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

টি.কে ওয়েভ-ইন