বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শচীন-ভিভ রিচার্ডস-গাপটিলকে ছাড়িয়ে গেলেন ফখর

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩০, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ

শনিবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৩৭ রানের বিশাল টার্গেট তাড়ায় ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক পাকিস্তান।

দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান। তিনি ১৪৪ বলে ১৭টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১৮০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন।

রান তাড়া করতে নেমে ১৮০ বা এর চেয়ে বেশি রানের ২টি ইনিংস খেলায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, ভারতের কিংবদিন্ত ক্রিকেটার শচীন টেন্ডুলকার, ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস, নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপটিলকে ছাড়িয়ে গেছেন ফখর জামান।

ওয়ানডেতে রোহিত শর্মা তিন ডাবল সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে ব্যাটিং করে। গাপটিল ২৩৭ ও ১৮৯ রান করেছেন প্রথম ইনিংসে। ১৮০ রানের ইনিংস খেলেছেন দ্বিতীয় ইনিংসে।

শচীন টেন্ডুলকার ও ভিভ রিচার্ডসের ১৮০-ঊর্ধ্ব দুটি ইনিংসই ম্যাচের প্রথমে ব্যাটিং করে।

তবে ফখর জামানের সর্বোচ্চ (২১০) রানের ইনিংসটি আগে ব্যাট করে। তবে ১৯৩ ও ১৮০ রানের ইনিংসটি খেলেছেন দ্বিতীয় ইনিংসে।