বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর লবণ বোঝাই ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ লাইন লন্ডভন্ড : আহত-২

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩১, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুর শিবপুর পল্লী বিদ্যুৎ সাবসেন্টারে মঙ্গলবার (৩১জানুয়ারি ২০২৩) লবণ বোঝাই ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ লাইনের খুঁটি লন্ডভন্ড হয়েছে। এতে ঈশ^রগঞ্জে আবাসিক প্রকৌশলী বিভাগের গ্রাহক ও ঈশ^রগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের গ্রাহকরা প্রায় ১ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী লবন বোঝাই ঢাকা মেট্টো-ট- ২২- ৭৫৯৬ ট্রাকটি গৌরীপুরের শিবপুর পল্লী বিদ্যুৎ উপবিদ্যুৎ কেন্দ্রের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দেয়। বিদ্যুতের খুঁটির প্রায় ১২ফুট গুড়িয়ে দেয় দ্রæতগামী ট্রাক। খুঁটি ও ট্রাকের চ্যাপ্টে যায় ট্রাকের হেলপার ও অপর এক যাত্রী। ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিস দু’জনকে উদ্ধার করে প্রথমে ঈশ^রগঞ্জ পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের দু’জনের অবস্থা আশংকাজনক। তাদের নাম ঠিকানা জানা যায়নি। অপরদিকে বিদ্যুৎ খুঁটি গুড়িয়ে দেয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ^রগঞ্জের গ্রাহক ও পল্লী বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ লাইন ভন্ডভন্ড হয়ে যায়। ঈশ^রগঞ্জ আবাসিক প্রকৌশলী ইমতিয়াজ মামুন জানান, প্রায় ১ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। তবে মেরামত কাজ চলছে।