বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

র‌্যাবের অভিযানে গৌরীপুরে হিরোইসহ দুইজন গ্রেফতার : সিধলায় মাদক ও সন্ত্রাসীদের অভয়ারণ্য

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ আগস্ট, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৩, ২০২২, ১২:৩২ পূর্বাহ্ণ

র‌্যাব-১৪ ময়মনসিংহ এক মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহে গৌরীপুরে হিরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে। এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ ময়মনসিংহের পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো, সাজেদুল ইসলাম। গ্রেফতারকৃতদের নামে গৌরীপুর থানায় নিয়মিত মাদক আইনে শুক্রবার মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
র‌্যাব-১৪ ময়মনসিংহের পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো, সাজেদুল ইসলারমন নেতৃত্বে দুইজনকে হিরোইনসহ গ্রেফতার করেন। তারা হলেন উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামের নাজিম উদ্দিনের পুত্র তোতা মিয়া (২৮) ও আব্দুর রহিমের পুত্র মজিবুর রহমান (২৪)। এ ঘটনায় শুক্রবার গৌরীপুর থানায় মামলা হয়েছে।
অপরদিকে সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন অভিযোগ করেন, মাদকসেবন, ক্রেতা-বিক্রেতা আর সন্ত্রাসীদের অভরায়ণ্যে পরিণত হয়েছে শান্তপ্রিয় সিধলার বিভিন্ন এলাকা। তিনি মাদক বিরোধী ও সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমে এলাকাবাসীর নিরাপদ বসবাস নিশ্চিতকরণের দাবি জানান।