শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

রেহানার লেখা কবিতা আবৃত্তি করলেন শেখ হাসিনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৮, ২০২০, ১১:১৪ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

পিতার জন্মদিনের আয়োজনে তাকে হারানোর বেদনাকে আবার স্মরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ রেহানা ও শেখ হাসিনা।

জন্মদিনে বাবাকে নিয়ে লেখা রেহানার একটি কবিতা আবৃত্তি করে শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘বাবা’ নামের এই ৩১ পঙ্‌ক্তির কবিতা শেখ রেহানা রচনা করেছিলেন ২০১০ সালের ১৭ মার্চ বাবার ৯০তম জন্মদিনে।

গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে কবিতাটি আবৃত্তি করেন বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আবৃত্তি আগেই রেকর্ড করা হয়েছিল।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাবাকে নিয়ে লেখা ছোট বোনের কবিতাটি আবৃত্তি করছিলেন, তখন শেখ রেহানাও পাশে ছিলেন। পুরো কবিতাটি এখানে দেয়া হলো:

বাবা

শেখ রেহানা

জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে

শুভেচ্ছা জানানো ছিল

আমার সবচেয়ে আনন্দ।

আর কখনও পাব না এই সুখ

আর কখনও বলতে পারব না

শুভ জন্মদিন।

কেন এমন হলো?

কে দেবে আমার প্রশ্নের উত্তর

কোথায় পাব তোমায়…

যদি সন্ধ্যা তারাদের মাঝে থাকো

আকাশের দিকে তাকিয়ে বলব

শুভ জন্মদিন।

তুমি কি মিটি মিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে

ঢেউদের খেলার মাঝে থাকো বলব

শুভ জন্মদিন।

সমুদ্রের গর্জনে শুনব কি

তোমার বজ্রকণ্ঠ?

পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ

নীল আকাশে লুকোচুরি খেলে

তুমি কি ওখানে?

তাকিয়ে বলব

শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে

ওখানে কি তুমি?

আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়

তোমাকে খুঁজব, ডাকব

যে প্রতিধ্বনি হবে

ওখানে কি তুমি?

শুভ জন্মদিন।

শুভ জন্মদিন।

 

টি.কে ওয়েভ-ইন