বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

“রবিঠাকুরের ১৫৯ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ” ফিরে দেখা “শান্তি নিকেতন”

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১১, ২০২০, ১:২৪ পূর্বাহ্ণ
কামরুজ্জামান ভূইয়া, টরন্টো, কানাডা থেকে :
২০০৩ সালে ছোট্ট ছেলে পৃথুল কে নিয়ে শান্তি নিকেতনে গিয়েছিলাম I কলকাতায় হটাৎ করে আমার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ড: আউয়াল স্যারের সাথে দেখা হয়ে যায় ! মূলত তার অনুপ্রেরণায় শান্তি নিকেতনে যাওয়া I বোলপুর স্টেশনে যখন ট্রেন টি থামলো, তখন রবীন্দ্রনাথ এর ছোয়া পেতে শুরু করলাম ! স্টেশন জুড়েই রবি ঠাকুরের ছবি I স্টেশন থেকে ভিন্ন আকৃতির রিক্সা যোগে সরাসরি শান্তি নিকেতন ! বিশ্ববিদ্যালয় ঘুরে দেখালেন আউয়াল স্যার I উনি আগে কয়েকবার এসেছিলেন ! গান্ধীজি, রবি ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন তার ছোট্ট আবাসস্হলে ! রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি সহ অনেক দুর্লভ জিনিসের দেখা মিললো ! ১ কিলোমিটারের মধ্যেই আরেক নোবেল জয়ী অমর্তসেন এর বাড়ি ! এতো কাছাকাছি দুই নোবেলজয়ীর বাড়ি পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই ! শান্তি নিকেতনের প্রাকৃতিক মনোরম পরিবেশ সত্যি ই শান্তিময় !
পরদিন গেলাম কলকাতার জোড়া সাঁকো ঠাকুর বাড়িতে ! সমগ্র ভবন জুড়েই রবীন্দ্র সঙ্গীত বাজছে ! ভিন্ন রকমের পরিবেশ ! রবি ঠাকুরের শয়ন কক্ষে ঢুকে তার বিছানার কাছে যেতেই আমার ছোট্ট ছেলেটি হটাৎ করে রবি ঠাকুরের ব্যবহৃত বিছানায় শুয়ে পড়লো ! আমি তাকে উঠতে বললেই সে বলে উঠলো ” রবীন্দ্রনাথ এর বিছানায় একটু ঘুমালাম ” ! ওই ছোট্ট মানুষটি রবি ঠাকুরের বিছানায় গা এলিয়ে দেয়ার লোভ সামলাতে পারেনি বোধহয় ! আমার এই ছেলেটি বিশ্বকবির আলোকছটায় সামান্য হলে ও আলোকিত হোক এই প্রত্যাশা আমার …