শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রক্তদান ।। এইচ এম মোজাম্মেল হুসাইন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
এইচ এম মোজাম্মেল হুসাইন || কবি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৬, ২০২১, ৮:৪৯ অপরাহ্ণ

এগিয়ে আসুন রক্তদানে বাচিঁয়ে তুলুন প্রাণ,
এগিয়ে আসুন ভাই-বোন সব হিন্দু-মুসলমান।

রক্তদানে যদি থাকে ভয় ও জড়তা,
রক্ত দিলেই কেটে যাবে সকল ব্যর্থতা।

রক্তদিলে জীবন বাচেঁ-বাচেঁ মানবতা,
রক্তদানেই ফিরে পাবো মানবিক সুস্থতা।

১৮ থেকে ৬০ বছরের প্রতিটা মানুষ ভাই,
কঠিন জটিল রোগ বাচঁতে রক্ত দেওয়া চাই।

৪মাস অন্তর রক্ত দানে তুমারি বেশি লাভ,
সুস্থ রবে দেহমন কমবে রক্তচাপ।

বন্ধু বান্ধব প্রতিবেশী আপন হোক বা নয়,
রক্তদানেই করবে মোরা মানবতার জয়।

লেখক: এইচ এম মোজাম্মেল হুসাইন
সাধারণ সম্পাদক
ইক্বরা ব্লাড ব্যাংক ও
শিক্ষার্থী, মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।