শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠানোর ঘোষণা ইরানের

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২০, ৪:৪১ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিল ইরান।

ইরানের মহাকাশ সংস্থা আইএসএ শনিবার জানিয়েছে, খুব শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ ‘জাফার’ মহাকাশে পাঠানো হবে।

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই উপগ্রহ তৈরি করা হয়েছে। এই স্যাটেলাইটের ইমেজ রেজ্যুলেশন হচ্ছে ৮০ মিটার।

সংস্থাটি বলেছে, ইরানি বিজ্ঞানীদের দেড় বছরের প্রচেষ্টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য পূর্ণ প্রস্তুত করা হয়েছে। ৯০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহে রয়েছে চারটি কালার ক্যামেরা। এসব ক্যামেরা ভূপৃষ্ঠের ছবি ধারণ করে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠাবে।

গত বছর জানুয়ারিতে ইরানের তৈরি পায়াম স্যাটেলাইটের উৎক্ষেপণ কারিগরী সমস্যার কারণে ব্যর্থ হয়। শেষ পর্যায়ে স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে পারেনি।

নতুন ‘জাফার’ স্যাটেলাইটটি আকার ও ওজনের দিক থেকে পায়াম স্যাটেলাইটের মতো হলেও এতে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

টি.কে ওয়েভ-ইন