বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

যত দ্রুত কাবুল ছাড়তে পারি, ততই ভালো: বাইডেন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ আগস্ট, ২০২১
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৫, ২০২১, ১১:২০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যেই কাবুল থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করতে যুক্তরাষ্ট্র দ্রুত গতিতে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত করার পক্ষে মত দিলে বাইডেন তা মানছেন না। খবর বিবিসির

স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন এক বিবৃতিতে বলেন, যত দ্রুত কাবুল থেকে আমাদের সেনাদের সরিয়ে নেওয়া যায়, আমাদের জন্য ততই ভালো।

বাইডেন আরও বলেন, কাবুল ছাড়তে তালেবানরা আমাদের সাহায্য করছে। তালেবানদের কর্মকাণ্ড দেখে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সম্পর্কে মূল্যায়ন করবে। =

তিনি আরও বলেন, আমার কেউ তালেবানদের কথা মেনে নেব না।

গত ৯ দিনে কাবুল থেকে কমপক্ষে ৭০ হাজার ৭০০ জনকে বিমানে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।