শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ বিভাগে ২৬৯জন আক্রান্ত ॥ সুস্থ্য হয়েছে ১২

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৯, ২০২০, ১১:৫১ অপরাহ্ণ

এম.এ আজিজ, স্টাফ রির্পোটার, ময়মনসিংহ :

বুধবার ২৯ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে ২ শিফটে ১৮৮ নমুনা পরীায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ময়মনসিংহ জেলা ১৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

ময়মনসিংহ মেডিকেলের দুই ডাক্তার, দুই নার্স ও আট জন স্টাফ, সদর উপজেলায় এক ডাক্তারসহ চারজন, নান্দাইলে একজন এবং জামালপুরে সরিষাবাড়িতে একজন রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২৬৯ জন।

এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১৪৪ জন, জামালপুর জেলায় ৫৯ জন, নেত্রকোনা জেলায় ৩৬ এবং শেরপুর জেলায় ৩০ জন। ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত ৫৩ জন চিকিৎসকসহ ১৬৯ জন নার্স, স্টাফ ও স্বাস্থ্যকর্মী। এছাড়া এই সময়ে বিভাগে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১২ জন।