শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান রুদিতা ও ঋতু

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২০, ৪:১৩ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে এবারও দেশাত্ববোধক সংগীত ও ভাব সংগীতে চ্যাম্পিয়ান হয়েছে গৌরীপুরের মেয়ে লাবিবা ইসলাম রুদিতা। ভরত নৃত্যে চ্যাম্পিয়ান গৌরীপুরের আরেক প্রতিযোগি ফারিজাত ঋতু। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি/২০২০) বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান প্রমুখ।

রুদিতা ২০১৯সালে লোক সংগীতে দেশসেরা হয়। সে বছরের ১২ জুন রুদিতার হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সে পৌর শহরের পূর্বদাপুনিয়ার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম লিটন ও গৃহিনী শাহনাজ পারভীন শিউলীর কন্যা।

অপরদিকে ফারিজাত সরকার ঋতুু আবু সাঈদ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে অধ্যয়নরত। ঋতু গৌরীপুর পৌরসভার ক্যাশিয়ার নিতাই চন্দ্র সরকার ও নন্দীপুর কারিগরী ও বাণিজ্যিক কলেজের ইন্সট্রাক্টর সুচিত্রা রানী দত্তের কন্যা। পৌরসভার বাড়িওয়ালাপাড়া মহল্লার বাসিন্দা।

টি.কে ওয়েভ-ইন