আজ বৃহস্পতিবার ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : জুলাই, ৩১, ২০২০, ৯:৫১ অপরাহ্ণ




ময়মনসিংহে র‌্যাবের অভিযানে জেএমবি’র দুই সদস্য আটক

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহ র‌্যাব-১৪ ময়মনসিংহ জঙ্গিবাদ দমন ও জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জেএমবির (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) দুই সদস্যকে আটক করেছে। র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর কর্তৃক শুক্রবার বিকালে ময়মনসিংহ বিভাগীয় নগরীর চরপড়া এলাকা থেকে তাদেরকে আটক করে। আচককৃতরা হলো, মুক্তাগাছার আনাম আলী ও ইউসুফ আলী ওরফে লাল চান। এজাহারভূক্ত পলাতক ছিল। র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি তফিকুল আলম জানান, শুরু থেকেই র‌্যাব খুন, ধর্ষণ, অপহরণসহ চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদঘাটনসহ জঙ্গি বিরোধী কার্যক্রমে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করে জঙ্গীবাদ দমন ও জঙ্গী বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ময়মনসিংহের মুক্তাগাছা থানার মামলা নং- ০২ তারিখ-০১/০৬/২০২০ খ্রিঃ ধারা-২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী-২০১৩) আইন এর ৬(২) এর (ঈ)/৭/৮/৯/১০/১১/১২/১৩ এর এজাহারভুক্ত পলাতক জঙ্গি মলাজানি গ্রামের মোস্তফার ছেলে আনাম আলী এবং মুক্তাগাছা থানার মামলা নং- ১১ তারিখ-১৩/০৭/২০২০ খ্রিঃ ধারা-২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধন-২০১৩) এর ৬(২) এর (ঈ)/ ৮/৯/১০/১১ এর এজাহারভুক্ত পলাতাক জঙ্গি মলাজানি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইউসুফ আলী ওরফে লাল চাঁন ময়মনসিংহ বিভাগীয় নগরীর চরপাড়া এলাকায় আত্মগোপন রয়েছে এবং গোপনে নাশকতার পরিকল্পনা করছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর একটি দল শুক্রবার বিকালে চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও র‌্যাবের অনুসন্ধানের ভিত্তিতে তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ইসলামি উগ্রবাদী বক্তার বয়ান শুনে তারা উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয়ে তারা জেএমবির সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। তারা নিজেদেরকে জেএমবি এর সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত, তারা বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক তালিম প্রদান করত। এছাড়া তারা সংগঠনের জন্য নিয়মিত চাঁদা (ইয়ানত) উত্তোলন করে তহবিল সংগ্রহ করতঃ সংগঠনে অর্থায়নপূর্বক সংগঠনকে সক্রিয় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখত। এছাড়াও উগ্রবাদ কায়েম করার ল্েয তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল বলে র‌্যাব দাবি করে।

টি.কে ওয়েভ-ইন

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০