মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে মাহে রমজান উপলক্ষে বাজারদর পরিস্থিতি ও বাজার মনিটরিং বিষয়ক সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২০, ৯:০৩ পূর্বাহ্ণ
বাহাদুর ডেস্ক
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার বাজারদর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারকরনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল/২০২০) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান পিপিএম ,
ময়মনসিংহ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর সহ-সভাপতি বাবু শংকর সাহা, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, চাউল আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক বিধু ভূষণ সাহা, পিয়াজ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আজাদ সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও চেম্বার অফ কমার্স এর নের্তৃবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
এছাড়াও উক্ত সভায় বর্তমান নোভেল করোনা ভাইরাস পরিস্থিতি এবং এর প্রভাবে বাজার পরিস্থিতি সহ সাধারণ জনজীবনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।