বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২০, ৬:১১ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মেসে ঢুকে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম তৌহিদুল ইসলাম খান (২৪)। তিনি জেলার ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বরপুর এলাকায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন জানান, তৌহিদুলকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় মেসটির মালিক টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত এবং সন্ত্রাসীদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।