আজ শুক্রবার ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে আশরাফ তুঙ্গে ওমরা হজ্জে নেয়ার প্রলোভনে,প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২ তারাকান্দায় দু’মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১ মে দিবসে গৌরীপুরে ডেকোরেটর কারিগর শ্রমিক ইউনিয়নের বর্ণিল শোভাযাত্রা মহান মে দিবসে রাজ ওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা বিশ্ব শ্রমিক দিবসে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা মহান মে দিবসে গৌরীপুরে জাতীয় শ্রমিক লীগের বর্ণিল শোভাযাত্রা অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: শেখ হাসিনা কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গৌরীপুরে বিশ্ব নৃত্য দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৬, ২০২০, ১:৪৪ পূর্বাহ্ণ




ময়মনসিংহে নানা আয়োজনে জাতির জনকের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস শনিবার দিনব্যাপী নানা কর্মসুচীর মাধ্যমে পালিত হয়েছে। এবছর করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন করা হয়।
ভোরের আলো ফোটার সাথে সাথে শহরের কালিবাড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সহসভাপতি আমিনুল হক শামীম, সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ দলীয় নেতা-কর্মীরা পুস্পমাল্য অর্পণ করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে আওয়ামীলীগের নেতৃবৃন্দ বেদিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক আসামীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার আহবান জানান।


জাতীয় শোক দিবসে স্থানীয় সার্টিক হাউজে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামূল হক টিটু, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরাঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি ডঃ আক্কাছ উদ্দিন ভুঞা, পুলিশ সুপার আহমারউজ্জামান, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক ফরিদ আহমেদ, সমাজকল্যানের বিভাগীয় উপ পরিচালক তাহমিনা বেগম, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ পরিচালক আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক একেএম গালিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন। করোনা ভাইরাসের কারণে এবছর জাতীয় শোক দিবসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেনি। এছাড়া সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাঙ্গনে শোকের মাস আগস্টব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু।
দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে স্থাপিত চেতনা অ¤¬ানে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুইয়া, পুলিশ সুপার আহমারউজ্জামান, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, পুলিশ সুপার বাছির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পীসহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া টাউনহল এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় মেয়র জাতির পিতাকে সপরিবারে হত্যা বিচারের রায় দ্রুত কার্যকরের এবং যারা জাতির পিতার হত্যাকান্ডে নেপথ্যে কাজ করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন মেয়র ইকরামুল হক টিটু, রেঞ্জ ডিআইজি ব্যারিষ্ট্রার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ। করোনাক্রান্ত জেলা প্রশাসক মিজানুর রহমানের পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার কে এম গালিব খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনতা সাজ্জাদ মাহমুদ, জেলা আলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আলীগের সভাপতি এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার আহমার উজ্জামান,ময়মনসিংহ। এছাড়াও জেলা পরিষদের আয়োজনে পৃথক আলোচনা সভা হয়। সভায় অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন নাসরিন,এডভোকেট এমদাদুল হক মিল্লাত, প্রকৌশলী নুরুল আমিন কালাম, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সভায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট শাহাদাত বরণকারী তার সকল পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। দিনব্যাপী কর্মসুচীর মাঝে ছিল জাতীয় ও দলীয় পতাকা উওোলন, কোরআন খানি, মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারন, আলোচনা সভা, ও চিত্রাংকন প্রতিযোগিতা, গনভোজ এবং মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা। এ ছাড়াও স্থানীয় টাউনহলে জেলা আওয়ামী লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ অঙ্গ সংগঠন পৃথকভাবে দিনব্যাপী বিভিন্ন নানা কর্মসুচী পালন করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১