মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ডিবির ওসির নামে আইডি খুলে প্রতারনাকালে এক প্রতারক গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২০, ৫:০৬ পূর্বাহ্ণ
এম.এ আজিজ, স্টাফ রির্পোটার, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলার গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহ কামাল আকন্দের ফেইজবুক প্রোফাইল পিকচার এবং নাম ব্যবহার করে আইডি খুলে বিভিন্ন লোকজনের সাথপ প্রতারনা ও অর্থ আদায়ের চেষ্টাকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, একটি প্রতারক চক্র অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর ফেসবুক প্রোফাইল পিকচার ব্যবহার করে OC DB Mymensingh (kamal) নামে এবং Shah kamal নামের নতুন ফেইজবুক আইডি খুলে বিভিন্ন লোকদের কাছে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরবর্তীতে মেসেঞ্জারে অর্থ চাওয়া শুরু করে। বিষয়টি গত ২২ এপ্রিল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম- বার এর নজরে আসলে তিনি পুলিশ সুপার আহমার উজ্জামানকে অবগত করেন। পুলিশ সুপারের নিদেশে জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান শুরু করে। এক পর্যায়ে এসআই শরীফ হায়দার আলী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার বিকালে প্রতারক রাফিউল হাসান হিয়ন(১৮)কে গ্রেফতার করে। সে ভালুকা থানার পুব ভালুকার সানোয়ার হোসেনের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ডিভাইস উদ্ধার করা হয়। আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে এই প্রতারণামূলক কার্যক্রম করছিল বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে । প্রতারক রাফিউল হাসান হিয়ন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।