বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ডিবি’র অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার : ইয়াবা হেরোইন ও গাঁজা উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৫, ২০২০, ৬:৪০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে মাদক সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হেরোইন ও ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিবির শাহ কামাল আকন্দ জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। এ অভিযানের অংশ হিসাবে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক উদ্ধারে মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে ডিবির এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় শহরের পাটগুদাম মোড় থেকে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে গ্রেফতার করে। ঐ মাদক ব্যবসায়ী পাটগুদাম বিহারী ক্যাম্পের আইয়ুব আলীর ছেলে। এসআই আক্রাম হোসেন পিপিএম-সেবা সংগীয় অফিসার ফোর্সসহ
ভালুকায় অভিযান পরিচালনা করে ভালুকা বাসষ্ট্যান্ড থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, ভালুকার রুমান মিয়া ও রাজিব। এছাড়া এসআই রোকন ইসলাম খান সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। নে ত্রিশালের কোণাবাড়ির অয়েজ উদ্দিনের ছেলে। অপর অভিযানে এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ


গফরগাঁও থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ উজ্জলকে গ্রেফতার করে এবং ত্রিশাল থেকে ২০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ত্রিশালের চিকনা মনোহর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাহাবুবকে গ্রেফতার করে। অপর আরেক অভিযানে এসআই সাইদুর রহমান সংগীয়
অফিসার ফোর্সসহ সোমবার রাতে বিভাগীয় শহরের চরঝাউগড়া থেকে ৫শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনোয়ারুলকে গ্রেফতার করে। সে চরলক্ষিপুরের আঃ হাইয়ের ছেলে।

টি.কে ওয়েভ-ইন