আজ বৃহস্পতিবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৫, ২০২০, ২:০১ পূর্বাহ্ণ




ময়মনসিংহে ছাত্রলীগ নেতা তারিনের নেতৃত্বে কিসমতের রুবেলের ধান কেটে দিলো

এম.এ আজিজ. স্টাফ রির্পোটার, ময়মনসিংহ :
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের দুর্যোগাকালীন সময়ে শ্রমিক সংকট নিরসনে কৃষকের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিন ও সহযোদ্ধারা। শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদরের রহমতপুর এলাকার কিসমত গ্রামের বর্গাচাষী রুবেল মিয়ার পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
রুবেল মিয়া জানান, তিনি একজন বর্গাচাষী। ২১ কাঠা জমি তিনি বোরা চাষ করেছেন। ইতিমধ্যে ধান পেকে গেছে। ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না। জমিতে ধান পেকে গেলেও আমরা শ্রমিক (ধান কাটা কামলা) সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এমন সময় ময়মনসিংহ)নেতা তানভীর জোবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা সকালে এসে বলে আমরা আপনার ধান কেটে দিব। কোন টাকা পয়সা খরচ করতে হবে না। যেই কথা সেই কাজ, তারা এসে আমর ধান কেটে দিলো। এতে আমার অনেক খরচ বেচে গেছে। পাশপাশি স্বল্প সময়ে ধান ঘরে তুলতে পেরেছি।
এ সময় জেলা ছাত্রলীগ নেতা তারিন বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য রাজনীতি করেন। আমরা প্রথম পর্যায়ে কিসমত গ্রামের রুবেল মিয়ার ২১ শতাংশ জমির ধান কেটে দিয়েছি। এতে করে কৃষকদের অনেক উপকার হলো। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০