বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে গ্রেফতার ১১

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৮, ২০২২, ৫:৪০ অপরাহ্ণ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার কওে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত এলাকা গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম নগরীর গোয়াইলকান্দি এলাকা থেকে ১৮ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ইনজেকশণ বিক্রির প্রায় তিন হাজার টাকা মাদক ব্যবসায়ী আজিজুল ইসলামকে গ্রেফতার করে। সে গোহাইলকান্দি মীরবাড়ির
আব্দুল সাত্তারের ছেলে। এছাড়া জুয়া আইনে ৬জন এবং অন্যান্য মামলায় আরো ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপসহ বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।