শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৬

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২১, ৯:৪৮ অপরাহ্ণ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার কওে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিযন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম উজান ঘাঘড়া বেলতলী মোড় রতন মিয়া, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম চরপাড়া ইডেন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের সামনে থেকে মোঃ বাবুকে গ্রেফতার করে। এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে শহীদ, এসআই আবুল কাশেম, এসআই আশিকুল হাসান এবং এএসআই ইলিয়াছ খান পৃথক অভিযান চালিয়ে জিআর মামলায় পরোয়ানাভূক্ত রঘুরামপুরের মোঃ আল আমীন, ভাটি দাপুনিয়ার আকছামুল হক হীরা ও কেওয়াটখালী সুইপার কলোনীর রোমানকে গ্রেফতার করে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।