শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে কন্যাশিশু গৃহশ্রমিক পরিস্থিতি ও শিক্ষা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১০, ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের তৃণমূল উন্নয়ন সংস্থা ও জাপানি এনজিও শাপলা নীড়ের যৌথ উদ্যোগে (১০, ফেব্রুয়ারি, সোমবার) দিঘারকান্দা আসপাডা প্রশিক্ষণ একাডেমিতে কন্যাশিশু গৃহশ্রমিক পরিস্থিতি ও তাঁদের শিক্ষা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুখ আহমেদ এর সভাপতিত্বে ময়মনসিংহে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ মত বিনিময় সভায় অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, অনসাম্বল থিয়েটারের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল মনসুর সহ ময়মনসিংহের এনজিও প্রধানগণ, আইএনজিও প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ অংশগ্রহণ করেন।

কন্যা শিশুর দরিদ্র পিতা মাতা বা পরিবারকে এলাকাভিত্তিক ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা, একইভাবে অবস্থা সম্পন্নদের গৃহকর্মে প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ নিয়োগে পর্যাপ্ত কাউন্সিলিং করা, প্রয়োজনে সরকারীভাবে কঠোর পদক্ষেপ নেয়ার ব্যাপারে সভার সর্ব সম্মতিক্রমে আসা সিদ্ধান্ত বা পরামর্শ গুলো বাস্তবায়নে জোরালো প্রদক্ষেপ গ্রহণের জন্য অংঙ্গীকার করা হয়।

মতবিনিময়ের এক পর্যায়ে অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা শাপলানীড় কে কন্যা শিশুদের স্বাভাবিক জীবনে যাপনের সুযোগ দান এবং গৃহকর্মে নিযুক্ত না হওয়ার এ ধরনের প্রতিরোধ মূলক কার্যক্রম গ্রহণ করার জন্য সাধুবাদ জানান।