আজ বুধবার ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২০, ২:০১ পূর্বাহ্ণ




ময়মনসিংহে আইনজীবি ওয়াজেদুল ইসলাম আর নেই ঃ ময়মনসিংহ প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা

এম এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও সাবেক সহ-সভাপতি, জজ কোর্টের পিপি, জেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এডভোকেট ওয়াজেদুল ইসলাম (৮০) আর নেই ( ইন্না লিল্লাহি…. রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধি লিভার সিরোসিসসহ নানা রোগে ভোগছিলেন। তাঁর মৃত্যুতে ময়মনসিংহ প্রেসকাব গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।

তার মরদেহ বেলা ২টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আনা হলে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ডা. কে আর ইসলাম, এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সাধাবন সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আতাউল করিম খোকন, এডভোকেট মোজাম্মেল হক, বাবুল হোসেন ও শেখ মহিউদ্দিন আহমেদসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে তার মরদেহ তারাকান্দার বিসকা চান্দপুর গ্রামে ৩য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
এর আগে শুক্রবার সকাল ১১টায় জেলা আইনজীবি সমিতি প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা জিলা স্কুল জামে মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাযায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, চীফ জুডিসিয়ালি ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ট্রাইব্যুনাল চেয়ারম্যান, বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এসএম সাদিক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পাটির জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল হোসাইন তাজ, গণতান্ত্রিক আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
অপরদিকে তার মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজজ্জামান, সাবেক ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ’র সভাপতি এহতেশামুল আলম সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এসএম সাদিক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পাটির জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল হোসাইন তাজ, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, গণতান্ত্রিক আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি শংকর সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফারুক আহমেদ খান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়য়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো: মুসা, নিউজ চ্যানেল জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক হোসাইন শাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০