মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে অয়ন হত্যার মূলহোতা সাকিবসহ গ্রেফতার ৮॥ আদালতে স্বীকারোক্তি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২০, ১০:৩০ অপরাহ্ণ
এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহের আকুয়ায় অয়ন হত্যাকান্ডের মূলহোতা সাকিবসহ আটকজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী, ডিবি ও র‌্যাব। এর মধ্যে সাকিব রবিবার আদালতে স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মূলত বড় ভাই ছোট নিয়ে পুর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকান্ড ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল আকুয়া এলাকায় অয়ন নামে এক যুবককে তার পুর্ব পরিচিতরা হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং ৪১ তাং, ১৫/৫/২০ দায়ের হয়। এর আগে হত্যাকান্ডের খবর পেয়ে জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, ডিবি পুলিশ, র‌্যাব, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকারীদের দ্রুততম গ্রেফতারে পুলিশ সুপার আহমার উজ্জামানের নিদের্শে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ইমন নামে একজনকে পুলিশ গ্রেফতার করে। এছাড়া মোয়াজ, মেহেদীসহ তিনজনকে র‌্যাব সদস্যরা আটক করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে। এদিকে কোতোয়ালী পুলিশের ওসি তদন্ত মুশফিকুর রহমান ও ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে কোতোয়ালী ও ডিবি পুলিশের একটি শক্তিশালী টিম শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদিতে অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূলহোতা সাকিব, তাজু, রাজু ও সোহান নামে আরো চারজনকে গ্রেফতার করে। হত্যাকান্ডের মূলহোতা সাকিব প্রাাথমিক জিজ্ঞাসাবাদে অয়ন হত্যাকান্ডে তার জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে। অপরদিকে সাকিবের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা উদ্বার করে পুলিশ। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হলে সাকিব ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে এবং তার নিজের জড়িত থাকার কথা স্বিকার আদালতে জবানবন্ধি দিয়েছে বলে কোতোয়ালী পুলিশের ওসি তদন্ত মুশফিকুর রহমান জানান। তিনি আরো জানান, মূলত ছোট ভাই ও বড় ভাই নিয়ে দ্বন্দের জের ধরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে গ্রেফতারকৃতরা জানান।