বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহের ভালুকায় মাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদন্ড

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকা উপজেলার পল্লীতে মাত্র নয় শতাংশ জমি নিয়ে বিরোধে মা মরিয়ম বেগম (৭০)কে গলাকেটে হত্যার অপরাধে পুত্র মোস্তফার (৪৮) বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন। সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ গর্ভধারিনী মাকে হত্যার দায়ে এই আদেশ দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর মাত্র নয় শতাংশ জমি নিয়ে বিরোধ মা মরিয়ম বেগমকে (৭০) বাড়ির উঠানে বিশ্রামরত অবস্থায় পুত্র মোস্তফা ধাঁরালো দা’ দিয়ে গলা কেটে জবাই করে।
এই ঘটনায় নিহতের আরেক ছেলে শাহজালাল বাদী হয়ে একজনকে আসামী করে ভালুকা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।
ময়মনসিংহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন দীর্ঘ শুনানী শেষে সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামী মোস্তফার উপস্থিতিতে গর্ভদারিনী মা মরিয়ম বেগম (৭০)কে হত্যার দায়ে পুত্র মোস্তফার (৪৮) বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন। মামলাটি রাষ্ট্রপক্ষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কবীর উদ্দিন ভ্ইুয়া ও আসামী পক্ষে এডভোকেট এ এইচ মাসুদুল আলম খান তান্না কৌশলী ছিলেন। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত মোস্তফা ভালুকার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।