শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহের ডিবির হাতে আন্তঃজেলা হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৮, ২০২১, ৬:১৬ অপরাহ্ণ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের এক সদস্য গ্রেফতার হয়েছে। তার নাম সোহেল রানা ওরফে পিন্টু । সে রাজাশাহীর গোদাগাড়ির শামছুল হকের ছেলে। তার কাছ থেকে একশত গ্রাম হেরোইন উদ্ধার কওে পুলিশ। বুধবার রাতে নগরীর টাউনহল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে বুধবার রাতে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে টাউন হল মোড়ে অভিযান চালিয়ে একশত গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সোহেল রানা ওরফে পিন্টুকে গ্রেফতার করা হয়। এর আগেও সোহেল রানা ওরফে পিন্টু ২০২০ সনের আগষ্ট মাসে ময়মনসিংহে মাদকসহ গ্রেফতার হয়। তার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।