আজ বৃহস্পতিবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২১, ৮:২১ অপরাহ্ণ




মুজিবশত বর্ষে গৌরীপুরে ভূমিহীন ১০২টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর পাকাঘর ও জমি

প্রধান প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ভূমিহীনদের মাঝে পাকাঘর ও জমি প্রদান কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পাবলিক হলে। উদ্বোধনের পরেই ভূমিহীনদের মাঝে ময়মনসিংহের গৌরীপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুঃস্থ অসহায় ভূমিহীন ১০২টি পরিবারের নিকট শনিবার (২৩ জানুয়ারি/২০২১) পাকাঘরের চাবি, জমির দলিল ও কাগজপত্র তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, একাডেমিক সুপারভাইজার কমল রায়, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমাণ্ডর বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।

তাতকুড়া গ্রামের ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান আব্দুল হেলিমের স্ত্রী সুমি আক্তার। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হইছিলো দেইখ্যা হাক্কাঘর (পাকাঘর) হাইল্যাম। হাক্কাঘরে হুততারবাম। হেইল্যা বহুতদিন প্রধানমন্ত্রী থাওক, মাইষের উহোগার হইবো। চুড়ালী গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী মোছাঃ সাহারা খাতুনও খোলা আকাশের নিচে দু’হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান জানান, উপজেলা সিধলা ইউনিয়নে ৭জন, মইলাকান্দা ইউনিয়নের ৫জন, গৌরীপুর ইউনিয়নৈর ১৫জন, ডৌহাখলা ইউনিয়নে ৪জন, রামগোপালপুর ইউনিয়নে ৪জন, ভাংনামারী ইউনিয়নে ৩০জন, বোকাইনগর ইউনিয়নে ৩জন, অচিন্তপুর ইউনিয়নে ৮জন, সহনাটী ইউনিয়নে ৮জন ও মাওহা ইউনিয়নের ১৪জন দুঃস্থ গৃহহীন মানুষের পাকাঘর পাচ্ছেন। তারা হলেন গোবিন্দপুর গ্রামের মৃত দুখি রবিদাসের স্ত্রী রিসমী রবিদাস, গঙ্গা রবিদাসের কন্যা শিউলী রানী রবিদাস, মৃত রূপজানের কন্যা মনোরী, মৃত সোকরাসের স্ত্রী লক্ষী রাণী, মৃত বাদলের স্ত্রী শান্তি রানী, ধীতপুর গ্রামের কদ্দুসের স্ত্রী মোসাঃ হোসনা বেগম, নাজিম উদ্দীনের স্ত্রী মোসাঃ রহিমা খাতুন, গাভীশিমুল গ্রামের মোঃ সাহেদ আলীর পুত্র মিন্টু মিয়া, মোঃ ছিদ্দিকের পুত্র মাসুদ রানা বাবু, নন্দুরা গ্রামের মৃত সাবান আলীর পুত্র মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুল বারেকের পুত্র জাহাঙ্গীর আলম, মৃত মফিজউদ্দিনের পুত্র মোঃ মোন্তাজ আলী, মোঃ আব্দুল খালেকের পুত্র মোঃ বাচ্চু মিয়া, গজন্দর গ্রামের মৃত হক মঞ্জুলের স্ত্রী মোছাঃ হাজেরা খাতুন, হাটশিরা গ্রামের মৃত উসমান গনির স্ত্রী হালিমা খাতুন, শালিহর গ্রামের মৃত ইনতাজ আলীর পুত্র মোঃ জবেদ আলী, মোঃ আলী হোসেনের মোঃ পুত্র ইজাজুল, সাহাবাজপুর গ্রামের মৃত জবর আলী মুন্সির পুত্র মোঃ মোফাজ্জল হোসেন, আব্দুল হেকিমের পুত্র মোঃ আব্দুল হাই, কোনাপাড়া গ্রামের মৃত বিশু চন্দ্র বিশ^াসের পুত্র তপন চন্দ্র বিশ^াস, মৃত ছামিরুদ্দিনের পুত্র মোঃ আরশেদ আলী, অচিন্তপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের কন্যা মোঃ মনোয়ারা বেগম, মৃত দুলাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, মৃত শামছুদ্দিনের স্ত্রী হোসনে আরা, মৃত আজম ফকিরের পুত্র মোঃ আব্দুস সাত্তার, মৃত ছামির উদ্দিনের পুত্র মোঃ নিজাম উদ্দিন, মৃত মোক্তার হোসেন ফকিরের পুত্র বখরুল ইসলাম ফকির, মৃত ইউনুস আলীর পুত্র মোঃ আবুল হোসেন, খালিজুুড়ি গ্রামের নবী হোসেনের স্ত্রী নূর বানু, ভূটিয়ারকোনা গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী আমেনা খাতুন, আঃ গফুরের পুত্র রইছ উদ্দিন, মৃত কিতাব আলীর পুত্র মোঃ আব্দুল কাইয়ুম, সাহাব উদ্দিনের পুত্র রমজান মিয়া, মৃত বাহাজ উদ্দিনের পুত্র মোঃ সবুজ মিয়া , উসমান গনির পুত্র খোকন মিয়া, খলতবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মোঃ নায়েব আলী, বীর আহাম্মদপুর গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র মোঃ হারেছ মিয়া, কুমড়ি গ্রামের মৃত ইসমাইলের পুত্র মোঃ আব্দুল মোতালিব, মৃত আবুল হোসেনের স্ত্রী রোজিনা, তাতিরপায়ার গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র আজিজুল ইসলাম, রামকৃষ্ণপুর গ্রামের মৃত রুপজান রবিদাসের স্ত্রী বাসন্তী রবিদাস, বরইকান্দা গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র রিপন মিয়া, নিজ মাওহা গ্রামের মৃত সুনাফরের পুত্র দুখু মিয়া , স্বল্প নহাটা গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী মুর্শিদা, ভগবতীপুর গ্রামের মৃত সাবদুল মিয়ার পুত্র নবী নেওয়াজ, খোদা নেওয়াজ, মৃত আদু ফকিরের পুত্র সেকু ফকির, মৃত চানফর আলীর পুত্র মোঃ এন্টেস মিয়া, মৃৃত আফসর আলীর স্ত্রী ললিতা আক্তার , পাত্রাইল গ্রামের মৃত করান মিয়ার পুত্র ছামছ উদ্দিন, গোলাম মোস্তুফা খানের পুত্র মোঃ আরিফ খান, নুরুজ্জামানের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম, দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র মোঃ আব্দুল হাই, মৃত আলে হোসেনের পুত্র মোঃ আব্দুল লতিফ, চকপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী শিরিনা আক্তার, ধুরুয়া গ্রামের তাজ্জত আলীর পুত্র মোঃ ফয়সাল, মোঃ মিরাজ আলীর পুত্র মোঃ জহুর আলী, মৃত জলু ফকিরের পুত্র মোঃ মিরাজ আলী, সুলতানের স্ত্রী নারগীছ আক্তার, ডৌহাখলা ইউনিয়নের পাড়া রাজীবপুর গ্রামের মৃত সুইননা আলীর পুত্র মোঃ আমজাদ আলী, মৃত মমরোজ আলীর পুত্র জালাল উদ্দিন, তাতকুড়া গ্রামের মুনতাজ আলীর পুত্র আব্দুল আলী, ভাংনামারীর আব্দুর রাজ্জাকের পুত্র সুলতান মিয়া, মৃত আব্দুর রহিমের পুত্র মোছাঃ খাদিজা বেগম, সাইদুর রহমানের পুত্র খাইরুল ইসলাম, মৃত রবিকুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন, মফিজ উদ্দিনের পুত্র মোঃ ইসলাম, মৃত মোখলেছ মিয়আর স্ত্রী মোছাঃ খাইরুন নাহার, মৃত ইসমাইল হোসেনের পুত্র মোঃ আব্দুল কাদির, মৃত ছমেদ আলীর পুত্র মোঃ আব্দুল জব্বার, মোঃ আইন উদ্দিনের পুত্র মোঃ গোলাম মোস্তফা, হেলাল উদ্দিনের পুত্র কামাল উদ্দিন, মৃত আব্দুল বারেকের পুত্র মোকারম হোসেন, মোঃ ইসরাফিলের পুত্র রতন মিয়া, মৃত আক্কাছ আলীর পুত্র আল আমিন, মোঃ রুহুল আমিনের স্ত্রী মমতাজ বেগম, মৃত আব্দুল হাসিমের পুত্র মোঃ মঞ্জুরুল হক, মৃত বাহার মিয়ার স্ত্রী জহুরা খাতুন, উজানকাশিয়ারচরের মোঃ হালিম মিয়ার পুত্র বাবুল মিয়া, খানপাড়ার হোসেন আলীর পুত্র মোঃ মোবারক হোসেন, মৃত ফজলুল হকের পুত্র ললিতা খাতুন, লক্ষীপুর গ্রামের মামুন মিয়ার স্ত্রী মজিদা খাতুন, মাজহারুল ইসলামের স্ত্রী খাদিজা, আব্দুল মালেকের স্ত্রী সুফিয়া খাতুন, বারুয়ামারী গ্রামের মৃত সাহেদ আলীর স্ত্রী সখিনা খাতুন, আব্দুল করিমের পুত্র সুমন মিয়া, কাশিয়ারচরের ফখর উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম, রমজান আলীর স্ত্রী নুরুন নাহার, মৃত হাফিজ উদ্দিনের স্ত্রী বকুলজান, মোঃ রফিকুল ইসামের পুত্র আল আমিন, মৃত আব্দুল বারেকের স্ত্রী নুর জাহান বেগম, মৃত জৈন উদ্দিনের কন্যা নদী আক্তার, সিধলা ইউনিয়নের মনাটি গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মোঃ নিপা আক্তার, রমজান আলীর স্ত্রী আমেনা খাতুন, মৃত কিতাব আলীর পুত্র আব্দুল খালেক, মৃত নুরুল ইসলামের স্ত্রী মোছাঃ জোবেদা খাতুন, মোঃ হাফেজ মিয়ার পুত্র মোঃ আনিছ মিয়া, বালিয়াপাড়া গ্রামের মোঃ মোস্তফার স্ত্রী মোঃ পারভীন বেগম, টাঙ্গাটিপাড়ার মৃত হাবুল মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা, সাতপাই গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র সিদ্দিকুর রহমান।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০