শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মুজিববর্ষ ও দৈনিক যুগান্তরের জন্মদিন উপলক্ষে গৌরীপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা-সমাবেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৩, ২০২০, ১২:১০ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকীর মুজিববর্ষ ও দৈনিক যুগান্তর পত্রিকার ২১তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (৩ ফেব্রুয়ারি/২০২০) ‘মাদক ও বাল্যবিয়েকে না বলুন’ শ্লোগানে মাদক ও বাল্যবিরোধী শোভাযাত্রা স্বজন সমাবেশ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে মাদক ও বাল্যবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাহিত্য সম্পাদক মোঃ আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক উসমান কবীর, মোঃ শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নুর মোহাম্মদ ফকির, গৌরীপুর প্রেসকাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি কানাই লাল দাস, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক পলাশ মাজহার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক গুনধর রায়, সহ-উপপরিদর্শক মোঃ আরিফ মিয়া, আকরাম হোসেন, ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মিন্টু, কবি অনামিকা সরকার, উপজেলা স্বজনের সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, স্বজন শিল্পী বেগম, লিপি আক্তার প্রমুখ।