শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৭৭তম জন্মবার্ষিকীতে গৌরীপুরে নুরুল ইসলাম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মে, ২০২৩
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৯, ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (৯ মে ২০২৩) গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে ‘বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গোল্ডকাফ ফুটবল টুর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়।

ফাইনাল খেলায় অংশ নেয় গৌরীপুর সরকারি কলেজ স্বজন সমাবেশ একাদশ ও রক্তদান ফাউন্ডেশন একাদশ। ১-০ গোলে রক্তদান ফাউন্ডেশণকে হারিয়ে সরকারি কলেজ স্বজন সমাবেশ চ্যাম্পিয়ান হয়। খেলা পরিচালনা করেন গৌরীপুর ক্রীড়াবিদ সমিতিরি সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোখলেছুর রহমান।

স্বজন সমাবেশের একাদশে নেতৃত্ব দেন গৌরীপুর সরকারি কলেজ স্বজনের সভাপতি আমিনুল ইসলাম খান তৈমুর। খেলায় অংশ নেন মোস্তাকিম মিয়া, শান্ত মিয়া, আমিনুল ইসলাম সানী, জিহাদুল ইসলাম, শেখ ইসতিয়াক নাঈম, শামীম আনোয়ার, আফ্রিদি হাসান নীরব, মীর্জা শাহমুন, মিতুন মিয়া, বাপ্পী হাসান, তাসাদদুল করিম। রক্তদান ফাউন্ডেশনের ক্যাপ্টেন সাইফ আহমেদের নেতৃত্বে মাঠে নামেন জাহিদ হাসান লিখন, রমজানুর আহমেদ নাজিম, আশিকুর রহমান রাজিব, শামীম হাসান, জাহাঙ্গীর আলম জয়, ইমন আহমেদ, শিমুল মিয়া, সোহেল রানা, সজিব হাসান শান্ত, রাকিবুল ইসলাম শান্ত, ছোটন মিয়া, নিলয় খান।
৩ মে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৭৭তম জন্মবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কেককাটা, স্মরণসভা, দোয়া মাহফিল, শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়।