বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

‘মুক্তিযুদ্ধ ও সংবাদপত্রে দৈনিক ইত্তেফাক’ শীর্ষক আলোচনার মধ্যদিয়ে গৌরীপুরে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
শফিকুল ইসলাম অপু || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৪, ২০২১, ৭:২৮ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২৪ ডিসেম্বর/২০২১) উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও ‘মুক্তিযুদ্ধ ও সংবাদপত্রে দৈনিক ইত্তেফাক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক ইত্তেফাকের গৌরীপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। মুক্তিযুদ্ধের আজকের ইতিহাসের অংশ দৈনিক ইত্তেফাক, সংবাদপত্র যে দেশমাতৃকার জন্য কিভাবে যুদ্ধ করতে পারে, তার সাক্ষ্য রেখেছে ‘দৈনিক ইত্তেফাক’। আলোচকবৃন্দ আরো বলেন, দৈনিক ইত্তেফাক মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। দৈনিক ইত্তেফাককে স্বাধীনতা পদক প্রদানের দাবি জানান সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউছার, সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, বাসদের সমন্বয়ক আমিনুল ইসলাম, সহযোগি অধ্যাপক এমদাদুল হক, পৌরসভার সাবেক কাউন্সিলর আঃ কাদির, সাংবাদিকের ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন ও আবু কাউছার চৌধুরী রন্টি, উদীচীর সভাপতি পলাশ মাজহার, বিশিষ্ট ঠিকাদার নজরুল ইসলাম খাঁন মিন্টু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আমিরুল মোমেনিন, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, প্রভাষক কবি সেলিম আল রাজ, আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহম্মেদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম, ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি মোঃ শাহজাহান কবির, সহকারি শিক্ষক বিজন সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান, আব্দুল কাদির, মহসিন মাহমুদ, হলি সিয়াম শ্রাবণ, এইচটি তোফাজ্জল, মোকলেছুর রহমান, সুপক উকিল, ডিজিটাল টি স্টলের মালিক হারুন মিয়া।