মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মসিক কার্যালয়ে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসুচির উদ্বোধন করেন মেয়র টিটু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২০, ২:৫১ অপরাহ্ণ

শিবু মজুমদার :

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৩৩ টি ওয়ার্ড এলাকায় ৫১ হাজার ৮৭৬ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। নগরীর ৩৩টি ওয়ার্ডে মোট ২৬২টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস শিশু রয়েছে ৭ হাজার ১৭৭ জন ও ১ থেকে ৫ বছর পর্যন্ত শিশু রয়েছে ৪৪ হাজার ৭১৯ জন। এছাড়াও নগরীর বাসটার্মিনাল ও রেলওয়ে ষ্টেশনসহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যাণ কেন্দ্র রয়েছে আরও ১৪টি।

শনিবার (১১ জানুয়ারি) সকালে মসিক নগর ভবনে সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ডের আওতায় এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এ সময় ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম, সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যনিটেশন কর্মকর্তা দীপক কুমার মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।