শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মমেকের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন এবং উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আরও ১২৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরে  রাবেয়া খাতুন (৬৫)। করোনার উপসর্গ নিয়ে মারা যান জেলার জামালপুরের দুলাল উদ্দিন (৮০) ও নেত্রকোণার এনামুল হক (৩৮)।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন শনাক্ত হয়েছেন ১২৫ জন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে করোনা ইউনিটে ৩২ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৬৮ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছেন ৪ জন রোগী।