বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মতি স্যার ব্যক্তি নয়; তিনি উন্নয়নের জন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২২, ৭:২২ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা, মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে/২০২২) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোকর‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তরা বলেন, মতিউর রহমান শুধু একজন ব্যক্তি নন, তিনি তার কার্যক্রমের মাধ্যমে নিজেকে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে ছিলেন। তিনি গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। স্মরণসভায় স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, মতিউর রহমানের সহধর্মিনী আখতার মেহারুন নেছা, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান জামাল, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, স্বজন শামীম আনোয়ার, তাসাদদুল করিম, বিপ্লব মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মো. এমদাদুল হক।