বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মক্কা ও মদীনা বাদে সৌদির সব মসজিদে নামাজ বন্ধ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৮, ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদীনার প্রধান দুই মসজিদ বাদে সৌদি আরবের অন্য সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করা হচ্ছে।

মঙ্গলবার সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। খবর আরব নিউজের

এখন মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নবাবীতেই শুধু জামাতে নামাজ আদায় হবে।

শুক্রবারের জুমার নামাজসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। তবে নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আযান দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বুধবার সকাল পর্যন্ত ৭ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৫১৩ জন।

টি.কে ওয়েভ-ইন